ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়াব ক্রিকেটারদের স্বার্থেই কাজ করে ॥ দুর্জয়

প্রকাশিত: ১২:০০, ২৩ অক্টোবর ২০১৯

কোয়াব ক্রিকেটারদের স্বার্থেই কাজ করে ॥ দুর্জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার সবধরণের খেলা বন্ধ করে সুযোগ-সুবিধা, বেতন-ভাতা ও পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পরিচালকদের সঙ্গে জরুরী সভা শেষে যেমনটা জানিয়েছেন তাতে করে সঙ্কটের কোন সমাধান আসেনি। এই পরিস্থিতিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) পদক্ষেপ নিয়ে সংগঠনের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় দাবি করেছেন, তারা সবসময় ক্রিকেটারদের স্বার্থেই কাজ করেন। এ সময় বিভিন্ন সময়ে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কোয়াব কিভাবে কাজ করেছে তার উদাহরণ টানেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল। কিন্তু এবার ক্রিকেটাররা তাদের কিছু না জানানোর কারণে বিসিবির সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হয়নি বলে দাবি দুর্জয়ের। একই সঙ্গে ক্রিকেটাররা কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ চাইলেও তা করছেন না তারা এমনটাও জানিয়েছেন। ক্রিকেটারদের বিসিবির কাছে ১১ দফা দাবির প্রথমেই ছিল কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ। এর কারণ, কোয়াবের সভাপতি দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে দ্বৈত নীতির কারণে তা পারছেন না। আবার দেবব্রত বিসিবির বেতনভুক্ত ম্যাচ রেফারি। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘কোয়াবের কমিটি কেমন হবে সে বিষয়ে বিসিবির কোন হস্তক্ষেপ নেই। এটা কোন দেশেই থাকে না। কিন্তু ক্রিকেটারদের অনেক দাবি দাওয়া কোয়াবের মাধ্যমেই অর্জিত হয়েছে।’ আর এমনটাই দাবি কোয়াব সভাপতি দুর্জয়ের। তিনি বলেন, ‘এক সময় আমরা বিসিবির কারও কাছে পৌঁছে ক্রিকেটারদের চাওয়ার কথা বলতে পারতাম না। এখন বোর্ডে থাকার কারণে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা সরাসরি আলোচনা করতে পারছি। আমি তো এখনও ক্রিকেটারদের জন্যই লড়ে যাচ্ছি। এখনও তাদের নানা সমস্যায় আমরা সবসময়ই কথা বলি, সমস্যা সমাধানের চেষ্টা করি।’ কোয়াবের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও দুর্জয়, সুজন, দেবব্রতরা স্বপদে বহাল আছেন। তবে তারা জোর দাবি করেছেন বিভিন্ন সময়ে কোয়াবের সঙ্গে যুক্ত সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেককেই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। তবে কেউ আসেননি। তাই পদত্যাগ প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘আমি বলছি, নির্বাচন আসুক আগে। সেখানে যার সমর্থন সবচেয়ে বেশি, যাকে ক্রিকেটাররা চাইবে- তাকেই নির্বাচিত করবে। আমি পদত্যাগ করছি না।
×