ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রিন্স ট্যাগোকে নিয়ে হতাশ মারুফুল-জামাল

প্রকাশিত: ১২:০০, ২৩ অক্টোবর ২০১৯

প্রিন্স ট্যাগোকে নিয়ে হতাশ মারুফুল-জামাল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ রীতিমতো সবার মধ্যে হাসির রোল। বন্দর মাঠে পড়ন্ত বিকেলে অনুশীলনে ব্যস্ত চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। অধিনায়ক জামাল ভুঁইয়ার নেতৃত্বে ঘাম ঝরাচ্ছিলেন ইয়াসিন আরাফাত, চিনেদি ম্যাথুউরারা। কিন্তু কেমন যেন ঝিম ঝিম ভাব দেখা গেল দলটির বিদেশী ফুটবলার প্রিন্স ট্যাগেকে। ২০১০ বিশ্বকাপে ঘানার হয়ে খেলা ৩৩ বছর বয়সী এই ফুটবলার সতীর্থদের সঙ্গে তাল মেলানো দূরে থাক; নিজের শরীরকেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অথচ তার কারণে নাকি এবার তিনজন ফুটবলারকে ছেড়ে দিতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। গুঞ্জন আছে টিম ম্যানেজমেন্ট নাকি জানেই না ট্যাগোর আসার বিষয়টি। ‘বাতিল মাল’ যে গছিয়ে দেয়া হয়েছে সেটা এখন বুঝতে পারছেন টিম সংশ্লিষ্টরা। ট্যাগোর বডিল্যাঙ্গুয়েজ দেখে আবাহনীর খেলোয়াড়রা মুচকি হাসছেন। অনুশীলনে তার বিশাল ভুঁড়ি নিয়ে নড়াচড়া করতে যে কষ্ট হচ্ছিল সেটা বুঝতে বাকি থাকেনি কারও। এ কারণে প্রথম ম্যাচে খেলা হয়নি। আজ ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধেও হচ্ছে না এটা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক, সে (ট্যাগো) এসেছে ম্যাচের একদিন আগে। আর ওর শরীরের যা ফিটনেস তাতে সময় লাগবে। ওর খেলা নিয়ে কোন সন্দেহ নেই। ওর খেলা বিশ্বকাপে দেখেছি। তবে ম্যাচ খেলার মতো ফিটনেস এখন পর্যন্ত তৈরি হয়নি। আর টুর্নামেন্টে খেলা হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। হতে পারে আমরা ফাইনালে চলে গেলাম। সেক্ষেত্রে আমরা হয়তো ১০ দিন সময় পেলাম। হতে পারে এই সময়ের মধ্যেই খেলার মতো ফিটনেস চলে আসবে তার। সেক্ষেত্রে হয়তো খেলার সুযোগ পেতেও পারে। চারিদিকে ফিসফাসের মধ্যে ট্যাগোকে নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়া হয় অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তাকে কেমন দেখলেন, প্রিন্স ট্যাগো তো বিশ্বকাপে খেলেছে। ইউরোপের অনেক ক্লাবেও খেলেছে। তবে এই মুহূর্তে ওর ফিটনেসের কি অবস্থা আমি বলতে পারব না।’ একটা সময় হয়তো ট্যাগোর চাহিদা ছিল। তা নাহলে তো তিনি বিশ্বকাপে খেলার সুযোগ পেতেন না। কিন্তু এই ফরোয়ার্ডের এখন যে অবস্থা তা হতাশ করার মতোই। ২০১০ সালে ঘানার বিশ্বকাপ দলের ট্যাগোর সঙ্গে এই ট্যাগোর আকাশ পাতাল ফারাক। এখন বুড়ো বয়সে তিনি চট্টগ্রাম আবাহনীকে কি চমক উপহার দেন সেটাই দেখার।
×