ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাতধোয়া দিবস পালিত

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ অক্টোবর ২০১৯

হাতধোয়া দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২২ অক্টোবর ॥ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে ব্র্যাক ও নারী প্রগতি সংঘের সহযোগিতায় এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জমান, সহকারী কমিশনার (ভূমি) নাজনিন সুলতানা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল। দুই ভুয়া এনজিও কর্মকর্তা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ অক্টোবর ॥ কৃষি পুনর্বাসনের নামে সহজ-সরল কৃষকের কাছ থেকে টাকা আদায়ের সময় দুই ভুয়া এনজিও কর্মকর্তাকে গ্রেফতার করেছে কলমাকান্দা থানা পুলিশ। সোমবার রাতে ওই উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রতারকরা হচ্ছে: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আবু ছামান (৪০) ও বেলংকর গ্রামের আমির উদ্দিনের ছেলে এমরান মিয়া(৩৬)। কলমাকান্দা থানা পুলিশ জানান, এ দুই ব্যক্তি এনজিও কর্মকর্তা পরিচয়ে ফুলবাড়ি গ্রামের কৃষকের কাছে গিয়ে বিনা সুদে একটি গরু এবং নগদ ২০ হাজার টাকা দেয়ার কথা বলে সদস্য হওয়ার আহ্বান জানায়। তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে অনেকে ১শ’ টাকা দিয়ে সদস্য ফর্ম সংগ্রহ করে এবং ২ হাজার টাকা ফি দিয়ে সদস্য হয়।
×