ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আনসার-ভিডিপি অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ অক্টোবর ২০১৯

আনসার-ভিডিপি অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ অক্টোবর ॥ আদমদীঘি উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউনিয়ন কমিটির কমান্ডার ও সাধারণ আনসার-ভিডিপির ২২ সদস্য। অভিযোগে জানা গেছে, গত দুর্গাপূজায় ম-পগুলোতে আনসার-ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই বা প্রশিক্ষণ না দিয়ে তার ইচ্ছেমতো জনপ্রতি পাঁচশ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছেন। এছাড়া গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সরকারী বরাদ্দের টাকা আনসার-ভিডিপি সদস্যদের দেয়া হয় না। শুধু সার্টিফিকেট প্রদান করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। জানা যায়, এবার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়ন ও এক পৌরসভায় শারদীয় দুর্গাপূজায় মোট ৫৮টি পূজাম-পে ২৭১ পুরুষ ও মহিলা আনসার-ভিডিপির সদস্য ডিউটি প্রদান করেন। এ বিষয়ে ভুক্তভোগী আনসার সদস্য মখিউর রহমান, ফারুক হোসেন, রায়হান আলী, ফজলুর রহমানসহ কিছু আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে আলাপে তারা গণমাধ্যম কর্মীদের জানান, শুধু দুর্গাপূজা নয়, নির্বাচনী ডিউটিতেও যাচাই-বাছাই করে না টাকার বিনিময়ে অপ্রশিক্ষিতদের ডিউটি প্রদান এবং প্রশিক্ষিতদের নিকট থেকে উৎকোচ গ্রহণ করেছেন উপজেলা আনসার-ভিডিপি অফিসার হেলাল মিয়া। যারা এর প্রতিবাদ করে তাদের ডিউটি দেবে না বলে হুমকি প্রদান করে থাকেন। ফলে তারা উৎকোচ দিতে বাধ্য হয়। এ ব্যাপারে উপজেলা আনসার-ভিডিপি অফিসার হেলাল মিয়া গণমাধ্যম কর্মীদের নিকট উৎকোচ গ্রহণ করার কথা আদৌ সত্য নয় বলে দাবি করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×