ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক স্বামীর এসিডে মা-মেয়ে দগ্ধ

প্রকাশিত: ০৯:৩৪, ২৩ অক্টোবর ২০১৯

সাবেক স্বামীর এসিডে মা-মেয়ে দগ্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে স্ত্রী ফাতেমার মুখ, চোখ ও বুক। আহত হয়েছে ২ বছরের শিশু কন্যা জাকিয়া সুলতানা। দগ্ধ মা ও মেয়েকে ভর্তি করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। ফাতেমার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে জেলার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে এই এ্যসিড সন্ত্রাসের ঘটনাটি ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন এসিডদগ্ধ ফাতেমা জানান, ১৩ বছর আগে নড়াইল জেলার কাক্কুবিলা গ্রামের শওকাত হোসেনের ছেলে শাহাজান মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী তাকে যৌতুকের জন্য প্রায় নির্যাতন করত। তার স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী হওয়ায় প্রায় ৯ মাস আগে সে তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। ফাতেমা জানায়, স্বামীকে তালাক দেয়ার পর তার স্বামী ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার পাশাপাশি দাম্পত্য জীবনের কিছু একান্ত ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করে। মোবাইলে মাঝেমধ্যে তাকে এসিড দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকিও দেয় বলে ফাতেমা জানায়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সে ও তার শিশু কন্যা বাথরুমে যাওয়ার জন্য বারান্দায় বের হলে গ্রিলের বাইরে দাঁড়িয়ে থাকা তার প্রাক্তন স্বামী শাহাজাহান তাকে ডাক দেয়। মুখ ফিরে বাইরের দিকে তাকাতেই তার মুখে ছুড়ে দেয়া হয় এসিড। এসিডে ঝলসে যায় তার মুখ, চোখ, গলার ও বুকের বেশি অংশ। এ সময় তার পাশে থাকা শিশুকন্যা জাকিয়ার মুখে ও বুকে ছিটকানো এসিডে পুড়ে যায়। তার চিৎকারে শাহাজাহান পালিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ডাঃ ইকবাল মাহমুদ জানান, মেয়ে সামান্য আহত হলেও মায়ের অবস্থা খারাপ। তার মুখ, চোখ ও বুক থেকে পেটসহ শরীর বিভিন্ন অংশ ঝলসে গেছে। জরুরী ভিত্তিতে চিকিৎসা চলছে। তিনি আরও বলেন ফাতেমার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
×