ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বংশালে রগ কেটে যুবককে হত্যা, খিলগাঁওয়ে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৯:৩০, ২৩ অক্টোবর ২০১৯

বংশালে রগ কেটে যুবককে হত্যা, খিলগাঁওয়ে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পৃথক দুই এলাকায় দুই জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরমধ্যে পুরান ঢাকার বংশালে একটি জুতার কারখানায় পায়েল নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে আর খিলগাঁওয়ে পানির নিচে খুঁটির সঙ্গে বেঁধে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। পায়েল হত্যাকা-ে বাবু নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ব্যবসায়ী জাকির হত্যাকা-ের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বংশালের হাজী ওসমান গনি রোডের ১০৪/৩ নম্বর বাড়ির আল আমিন জুতার কারখানায় পায়েলকে (২৪) হত্যা করা হয়। এ ঘটনায় বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পায়েলের বাড়ি কিশোরগঞ্জে। পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন সকালে তর্ক বির্তকের একপর্যায়ে পায়েলকে শ্বাসরোধে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে বাবু। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিখোঁজের আট দিন পর রাজধানীর খিলগাঁওয়ের নদ্দাপাড়ার ঝিল থেকে পানির নিচে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ব্যবসায়ী জাকির হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২১ অক্টোবর ওই ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত জাকির হোসেন খিলগাঁও নন্দিপাড়া দক্ষিণগাঁওয়ের মোঃ নাজিম উদ্দিনের ছেলে ছিলেন। জাকির হোসেনের স্ত্রী কুলসুম বেগম জানান, তার স্বামী মাল্টিপারপাস ব্যবসা করতেন। গত সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বিকেলে নদ্দাপাড়া ঝিলে মৃতদেহের কিছু অংশ ভাসমান অবস্থায় দেখতে পায় জনতা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের মোবাইল ও সেন্ডেল পাওয়া গেছে। সম্প্রতি তার স্বামী ব্যবসা বন্ধ করে দেন। তার বাড়ি নির্মাণের কাজ শুরুর কথা ছিল। প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ছিল। তারা হুমকি দিয়ে আসছিল। তিন মাস আগে বাড়ি নির্মাণ নিয়ে স্থানীয় লোকের সঙ্গে তার স্বামীর বিরোধ হয়। ওই সময় স্থানীয়রা তার স্বামীর গলায় ছুরি মেরেছিল। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউ মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ গ্রেফতার হয়নি।
×