ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট ॥ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব করবে ইইউ

প্রকাশিত: ০৯:১৮, ২৩ অক্টোবর ২০১৯

ব্রেক্সিট ॥ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব করবে ইইউ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ সপ্তাহে পার্লামেন্টে চুক্তি পাস করাতে ব্যর্থ হলে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রেক্সিটে দেরি করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদিও এটি পাকা কোন সিদ্ধান্ত নয়। এ সময় পরিবর্তনও হতে পারে, অর্থাৎ, যুক্তরাজ্য এ সময়ের আগেও বেরিয়ে যেতে পারবে। তা হতে পারে ১ নবেম্বর, ১৫ ডিসেম্বর কিংবা জানুয়ারিতে। দ্য সানডে টাইমস । ইইউ দেশগুলোর সরকার যতক্ষণ পর্যন্ত ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ার সুযোগ কতটুকু তা খতিয়ে না দেখছে ততক্ষণ এ বিষয়ে কোন সিদ্ধান্ত হচ্ছে না। সিদ্ধান্ত হলে তা হতে পারে এ সপ্তাহে মঙ্গলবারের পরই। কারণ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত শনিবার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাসে ব্যর্থ হওয়ার পর এবার ফের সোমবার তা পাসে আরেক দফা চেষ্টা নিতে চলেছেন। যদিও এদিন ভোটাভুটি হবে কি না বা স্পীকার তা করতে দেবেন কি না তা নিশ্চিত নয়। ইইউ কূটনীতিক ও কর্মকর্তারা রবিবার রয়টার্সকে বলেছেন, লন্ডনে কি হচ্ছে তার ওপরই নির্ভর করবে ব্রেক্সিটের সময় কতটা বাড়ানো হবে সে বিষয়টি।
×