ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৯:১৮, ২৩ অক্টোবর ২০১৯

অ ন ্য র ক ম

সম্পদশালীর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন প্রথমবারের মতো মার্কিনীদের তুলনায় বেড়েছে চীনা সম্পদশালীর সংখ্যা। ক্রেডিট সুইসের (সিএস) সাম্প্রতিক রিপোর্টে জানা যায়, এশিয়ার দেশটিতে ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ১০ ভাগ অতি ধনীর মধ্যে চীনে রয়েছে ১০ কোটি, অন্যদিকে, আমেরিকানদের মধ্যে রয়েছে ৯.৯ কোটি। টানা এগারো বছর ধরে চীনের সম্পদশালীরা ঋণ পরিশোধে কম সুদ ও করের সুযোগ পাচ্ছেন। সম্পদ বাড়ার পেছনে এই কারণ দেখানো হয় প্রতিবেদনে। তবে যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ারের সংখ্যা ১.৮৬ কোটি। যা বিশ্বের মিলিয়নিয়ারদের মধ্যে ৪০ ভাগ। অন্যদিকে চীনে এই সংখ্যক মাত্র ৪৪ লাখ। রিপোর্টে বলা হয়, গড়পরতা চীনাদের চেয়ে আমেরিকানরা এখনও অনেক সম্পদের অধিকারী। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের গড় সম্পদ ৪ লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার, বিপরীতে চীনে ৫৮ হাজার ৫৪৪ ডলার। -সিনহুয়া গরুর পেটে ৫২ কেজি প্লাস্টিক ভারতের তামিলনাড়ুতে একটি গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচারের মাধ্যমে এই প্লাস্টিক বের করা হয়। ভেপেরিতে গোয়ালের এক গরু তীব্র ব্যথায় ছটফট করতে করতে নিজের পেটেই লাথি মারছিল। এরপর গরুটিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তামিলনাড়ু ভেটেরিনারি এ্যান্ড এ্যানিম্যাল সায়েন্সস ইউনিভার্সিটির সার্জনরা এরপর টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করেন। এ সময় এর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের হয়। এর মধ্যে পিন, স্ক্রু, সূচ, কয়েনও ছিল বলে জানা গিয়েছে। জানা যায়, ২০ দিন আগেই গরুটি নতুন বাচ্চা প্রসব করে। কিন্তু মল-মূত্র ত্যাগে সমস্যা হচ্ছিল। সঙ্গে পেটের ব্যথায় ছটফট করত। স্থানীয় চিকিৎ্সকের কাছে নিয়ে যাওয়া হলে তখন পশু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। -এএনআই
×