ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের উদ্যোগ

প্রকাশিত: ০৯:১৮, ২৩ অক্টোবর ২০১৯

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের উদ্যোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে ভারত। ক্ষমতাসীন মোদি সরকার এসব সামাজিক মাধ্যমসমূহকে দেশটির গণতন্ত্রের জন্য চরম প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। একই সঙ্গে এসব মাধ্যমে ভিডিও পোস্ট করার বিষয়টিও তদারকি করবে ভারত সরকার। দেশটির ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সুপ্রীমকোর্টে এ বিষয়ে সোমবার প্রয়োজনীয় নথি পেশ করে জানিয়েছে, ২০২০ সালের ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত একটি আইন তৈরি করা হবে। ভারতের ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান সময়ে ইন্টারনেট গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেয়ার একটি শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে। তাই সামাজিক মাধ্যমসমূহের ওপর নিয়ন্ত্রণ করে মানবাধিকার, জাতীয় অখ-তা,সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সরকার গত বছর সামাজিক মাধ্যমসমূহ নিয়ন্ত্রণে একটি খসড়া গাইডলাইন প্রকাশ করেছিল। প্রস্তাবিত আইনটি কার্যত ২০১১ সালের অপর একটি আইনের সংশোধিত রূপ। ওই সময় ভারতে ৫০ লাখের বেশি মানুষ সামাজিক মাধ্যমসমূহ ব্যবহার করত। ওই সময় ভারত সরকার দাবি করেছিল যে, ইন্টারনেট ব্যবহারের জন্য একটি যুগোপযোগী আইন দরকার। -টেক ক্রাঞ্চ অনলাইন
×