ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের রূপরেখা ঠিক করছে পেন্টাগন

প্রকাশিত: ০৯:১৭, ২৩ অক্টোবর ২০১৯

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের রূপরেখা ঠিক করছে পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আফগানিস্তান থেকে দেশটির সকল সৈন্য প্রত্যাহারে একটি রূপরেখা তৈরির কাজে হাত দিয়েছে। যুক্তরাষ্ট্রের তিনজন বর্তমান ও সাবেক কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন হুট করে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন-আফগানিস্তানের বেলায়ও অনুরূপ ঘোষণা দিতে পারেন- এ আশঙ্কায় পেন্টাগন এই ধরনের প্রস্তুতি নেয়া শুরু করেছে। খবর সিবিসির। কর্মকর্তারা আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের মাটি থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের আকস্মিক ঘোষণা দিয়ে বসতে পারেন। সে কথা মাথায় রেখে এই সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তারা বলেন, এটি আসলে একটি পূর্ব পরিকল্পনার অংশ। তবে হোয়াইট হাউসের পক্ষে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কোন চূড়ান্ত কথা বলা হয়নি। ওই তিন কর্মকর্তার একজন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ে তাদের রূপরেখা তৈরির বিষয়টিকে একটি ‘দূরদর্শী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। অপর এক কর্মকর্তা বলেন, সিরিয়ার মতো ট্রাম্প যদি আফগানিস্তান থেকেও নাটকীয়ভাবে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এ জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়ে রাখছি। এ ঘটনাকে তিনি ড্রেস রিহাস্যাল বলে আখ্যা দেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের হুমকি দিয়ে আসছেন। চলতি কয়েক সপ্তাহে তিনি এ ঘটনার ওপর আরও জোর দিয়েছেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট অন্য সকল দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে চান। এর আগেও অবশ্য ট্রাম্পের উপদেষ্টারা তাকে এ পদক্ষেপ থেকে সরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে এসব সৈন্য প্রত্যাহার করে ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন কুড়াতে চাচ্ছেন বলেও মনে করা হচ্ছে। সোমবার ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বলেন, আমি সকল সৈন্যকে ঘরে ফিরিয়ে আনতে চাই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডালাসের এক সমাবেশে ট্রাম্প যখন এই সৈন্য প্রত্যাহারের ইচ্ছার কথা জানান তখন উপস্থিত সবাই হাততালি দিয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করা হবে এবং মার্কিন সৈন্যদের ফিরিয়ে আনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র লে. কর্নেল থমাস ক্যাম্পবেল বলেন, গত সপ্তাহে ডালাসে সমাবেশের পর পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, মার্কিন সৈন্যদের ঘরে ফিরিয়ে আনার খবরে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। লে. কর্নেল থমাস ক্যাম্পবেল বলেন, আমরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিতে পারি না। কারণ আফগানিস্তানে আমাদের মিশন এখনও পরিবর্তিত হয়নি।
×