ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভারেস্টের আবর্জনা নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে

প্রকাশিত: ০৯:১৬, ২৩ অক্টোবর ২০১৯

এভারেস্টের আবর্জনা নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে

একদল পর্যটক কাঠমান্ডুর একটি ৫ তারা হোটেলে সবুজ গ্লাস দিয়ে পানি খাচ্ছে। কিন্তু তারা জানে না তাদের হাতের গ্লাসগুলো একসময় পর্বতারোহণকারীদের মাউন্ট এভারেস্টে ফেলে দেয়া পরিত্যক্ত বোতল দিয়ে তৈরি। নেপালের রাজধানী কাঠমান্ডুর বাড়িঘরে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্রের তৈরি তৈজসপত্র দেখা যায়। এর মধ্যে পাত্র থেকে শুরু করে ল্যাম্পসহ বিভিন্ন তৈজসপত্র রয়েছে। এসব তৈজসপত্র এভারেস্ট পর্বতে ছড়ানো ছিটানো বিভিন্ন আবর্জনা থেকে তৈরি। দশকের পর দশক এভারেস্টে বাণিজ্যিক পর্বতারোহণের কারণে সেখানকার পরিবেশের যে ক্ষতি হয়েছে তা রোধে কর্তৃপক্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পদ্ধতি খুঁজতে উদ্যোগী হয়েছে। খালি ক্যান, গ্যাস ক্যানিস্টার, বোতল, প্লাস্টিক এবং ফেলে দেয়া গিয়ার পর্বতে ছড়িয়ে রয়েছে। এগুলো এই পর্বতকে পৃথিবীর উঁচু আবর্জনা খানায় পরিণত করেছে। পর্বত থেকে প্রচুর পরিত্যক্ত এ্যালুমিনিয়াম, গ্লাস, প্লাস্টিক, আইরন কুড়ানো হয়েছে। এগুলোর বেশিরভাগই পুনর্ব্যবহারযোগ্য করা হবে। নেপালের বিশাল প্রাকৃতিক সম্পদের বিপর্যয়কর অবস্থার কারণে ব্যাপক সমালোচনার পর চলতি বছর সরকার ও পর্বতারোহণ কর্তৃপক্ষ পর্বত পরিষ্কারে ৬ সপ্তাহের পরিষ্কার কর্মসূচীর আয়োজন করেছে। বেস ক্যাম্প থেকে শুরু করে চূড়ার নিকটবর্তী ক্যাম্প পর্যন্ত প্রায় ৮ হাজার মিটার এলাকা পরিষ্কার করা হয়েছে। ১৪টি শক্তিশালী দল ১০ টনেরও বেশি আবর্জনা সংগ্রহ করেছে। এসব আবর্জনা কাঠমান্ডুর রিসাইক্লিং সেন্টারগুলোতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে এবং অর্থনীতিতে অবদান রাখছে। -এএফপি
×