ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ১৩:১০, ২২ অক্টোবর ২০১৯

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বিএসসি (অনার্স), এমএসসি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল, তোমাদের জন্য আজ থাকছে ১১ অধ্যায় থেকে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা। আবহাওয়া ও জলবায়ু প্রশ্ন : আবহাওয়া কী? উত্তর : আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। প্রশ্ন : জলবায়ু কী? উত্তর: জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক বা গড় অবস্থা। প্রশ্ন : বাংলাদেশের জলবায়ু অনুযায়ী কখন বর্ষা শুরু ও শেষ হয়? উত্তর : বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি (আষাঢ়ের শুরু) ও শেষ হয় আগষ্ট (শ্রাবণ - ভ্রাদ্র) মাসে। প্রশ্ন : বায়ুচাপ কী? উত্তর : বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে। প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কী কী উত্তর : তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। প্রশ্ন : বিরূপ আবহাওয়া বলতে কি বোঝ? উত্তর: আবহাওয়ার কোনো উপাদান অস্বাভাবিক ভাবে পরিবর্তিত হলে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। আবহাওয়ার এরূপ অবস্থাকে বিরূপ আবহাওয়া বলে। প্রশ্ন :তাপদাহ কী? উত্তর : অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো তাপদাহ। প্রশ্ন : শৈত্যপ্রবাহ কী? উত্তর : উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈতপ্রবাহ। প্রশ্ন : খরার করণ কী? উত্তর : অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলে খরা হয়? উত্তর: উত্তর - পশ্চিম অঞ্চলে। প্রশ্ন : কালবৈশাখী কী? উত্তর : গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। প্রশ্ন : কালবৈশাখী ঝড় কত এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে? উত্তর : ২০ কিলোমিটার। প্রশ্ন : বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দূর্যোগের নাম লেখ। উত্তর : বন্যা, টর্নেডো ও ঘূর্ণিঝড় বা সাইক্লোন। প্রশ্ন : বর্ষাকালে বাংলাদেশের কত অংশ তলিয়ে যায়? উত্তর : এক পঞ্চমাংশ। প্রশ্ন : টর্নেডো কী? উত্তর : টর্নেডো হলো সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। প্রশ্ন : টর্নেডো আকারে সাধারনত কত কিলোমিটারের কম হয়? উত্তর : ১ কিলোমিটার। প্রশ্ন : ঘূর্ণিঝড় কী? ইহার বিস্তৃতি কত? উত্তর : ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট সামুদ্রিক বজ্রঝড়। ইহা ৫০০ থেকে ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়।
×