ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রকাশিত: ১২:১৭, ২২ অক্টোবর ২০১৯

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ অক্টোবর ॥ জেলার হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক শ্রীকান্ত রায় (৩০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের পুত্র। সোমবার দুপুরে তার নিহতের খবর নিশ্চিত করেছে পরিবারের লোকজন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয় বিএসএফ কোন খবর তাদের দেয়নি। মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত মুঠোফোনে জানান, সে রবিবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাবে ইটভাঁটিতে কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের সন্নিকটে পৌঁছলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে শ্রীকান্ত নিহত হয়। তিনি আরও বলেন, সারারাত সীমান্তে শ্রীকান্তের মরদেহ পড়েছিল। সোমবার সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তার লাশ তুলে নিয়ে যায়। আমরা সকাল থেকে বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি। ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২ মানবতাবিরোধী অপরাধ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ অক্টোবর ॥ মানবতাবিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া ও কোলা গ্রামের সাহেব আলী মালিতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ প্রসিকিউশন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় তারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
×