ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী তামান্না হত্যাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ১২:১৪, ২২ অক্টোবর ২০১৯

কলেজছাত্রী তামান্না হত্যাকারীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা গ্রাম থেকে তুলে নিয়ে কলেজছাত্রী তামান্না আক্তার টিয়াকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার নলডাঙ্গা থানার পীরগাছা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। এলাকার নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচী থেকে এলাকাবাসী মেধাবী কলেজছাত্রী তামান্না আক্তার টিয়া হত্যার মূল হোতা পুঠিয়া উপজেলার সাধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে শান্ত ইসলামকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন। তামান্নার পিতা রশিদ উদ্দিন বলেন, আমার মেয়ে হত্যার দ্রুত বিচার চাই। এভাবে যেন কোন বাবা-মায়ের বুক আর খালি না হয়। এ সময় বক্তব্য রাখেন, বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল জব্বার মিয়া, গোয়ালকান্দি ইউপি সদস্য আনিছুর রহমান, মাহাবুর সরকার, সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেন, সরকুতিয়া মাদ্রাসার সুপার মহসিন আলী, সহকারী শিক্ষক নুরশাদ আলী, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। মানববন্ধনে তামান্নার মামা শিক্ষক আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন প্রমুখ অংশ নেন। গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত হানা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক কামাল হোসেন। জেলা প্রশাসকের ফেসবুক পেজে সোমবার ২১ অক্টোবর প্রদত্ত এক বার্তায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি কুচক্রী মহল অন্য কারও ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ধরনের গুজব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট শেয়ার করছেন। কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা না করার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি যে কোন ধরনের গুজবে কান না দিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ও আইনশৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
×