ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনযুদ্ধ পরিচয়ে ২০ শিক্ষকের কাছে চাঁদা দাবি

প্রকাশিত: ১২:১২, ২২ অক্টোবর ২০১৯

জনযুদ্ধ পরিচয়ে ২০ শিক্ষকের কাছে চাঁদা দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২১ অক্টোবর ॥ নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ এবং মহিলা কলেজের ২০ শিক্ষকের কাছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল ‘জনযুদ্ধ’ ও ‘সর্বহারা’ পরিচয়ে প্রায় ৪০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় রবিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম। জানা গেছে, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম. আব্দুর রহিমসহ কলেজের দর্শন বিভাগের অপর শিক্ষক আবুল হাসনাত খান, অর্থনীতি বিভাগের এহসানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফদার সাজ্জাদ হোসেন টিপু ও প্রসেনজিৎ দাস, উদ্ভিদবিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত, রসায়ন বিভাগের হাসানুজ্জামানসহ কলেজের প্রায় ২০ শিক্ষকের কাছে জনযুদ্ধ পরিচয়ে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের নড়াইল সরকারী মহিলা কলেজের অন্তত তিন শিক্ষকের কাছে একইভাবে জনযুদ্ধ পরিচয়ে চাঁদা দাবি করা হয়। শাসানো হয়েছে পরবর্তীতে বিকাশ নম্বর দেয়া হবে, সেই নম্বরে টাকা দিতে হবে। কেউ টাকা দিতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সোমবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
×