ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাটগ্রামে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি

প্রকাশিত: ১২:১২, ২২ অক্টোবর ২০১৯

পাটগ্রামে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ অক্টোবর ॥ পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জোংড়া ধবলগুড়ি যাতায়তের জোড়াপুল নামক আঞ্চলিক সড়কে অবস্থিত সেতুরটির সংযোগ সড়ক বন্যায় ধসে যায়। যা দীর্ঘদিনের মেরামত হয়নি। ফলে প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে। উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে না পারায় কৃষক পরিবারগুলো তাদের উৎপাদিত পণ্যের ন্যায় মূল্য পাচ্ছে না। জানা গেছে, সেতুটির পূর্ব ও পশ্চিম উভয় দিকে ধবলগুড়ি, নন্দেরঘাট, ডাঙ্গাপাড়া, বড়ভিটা, ম-লেরটারী, মন্দিরপাড়া গ্রামের ২০ হাজার গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। ওসব গ্রামের শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াতে সমস্যায় পড়েছেন। কৃষক ও ব্যবসায়ীরা তাদের কৃষিপণ্য নৌকায় করে পারাপার করছে। অনেক সময় সঠিক সময়ে পণ্য বাজারে পৌঁচ্ছাতে না পারায় কৃষি পণ্যের ন্যায় মূল্য পাচ্ছে না। দীর্ঘদিনেও সেতুর সংযোগ সড়কটি মেরামত না হওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ভেঙ্গে যাওয়া সংযোগ সেতুটির জায়গায় সাধারণ মানুষের চলাচলের জন্য ১টি বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়া হবে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম জানান, বন্যায় সেতু সংযোগের রাস্তা ভেঙ্গে যাওয়া ও স্থানীয় লোকজনের সমস্যার কথা জানতে পেরে ঘটনাস্থল ঘুরে এসেছি। রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×