ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাষ করতে গিয়ে হীরা

প্রকাশিত: ১১:২৭, ২২ অক্টোবর ২০১৯

চাষ করতে গিয়ে হীরা

ভারতের অন্ধ্রপ্রদেশের গোলাভানাপলির কুরনুল এলাকায় সম্প্রতি এক কৃষক প্রতিদিনের মতো সকালে জমি চাষ করতে যান। জমিতে লাঙ্গল দিয়ে চাষ শুরু করতেই লাঙ্গলের ফলা আটকে যায়। পরে হাত দিয়ে মাটি খুঁড়ে ওই চাষী একটি হীরার খ- পান। সময়ের অপেক্ষা না করেই তিনি, সেই হীরাটি নিয়ে এক ব্যবসায়ীর কাছে যান। ব্যবসায়ীও হীরার আকার দেখে অবাক হন। তিনি দশ লাখ রূপিতে সেটি কিনে নেন। এ খবর পুলিশের কাছে পৌঁছানোর পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। সেই কারণেই হীরার ক্যারেট বা ওজন এখনও প্রকাশ করা হয়নি। কুরনুল এলাকা হীরা পাওয়ার জন্য বিখ্যাত। বর্ষা শুরু হলেই সেখানে অনেকে হীরার সন্ধানে যায়। বর্ষায় যখন মাটির ওপরের স্তর জলে ধুয়ে যায় তখন মাটির নিচে হীরা খুঁজতে বেশি বেগ পেতে হয় না। আর এই সুযোগটাই কাজে লাগায় এলাকার মানুষ। -ইকোনোমিক টাইমস
×