ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেম চালু হচ্ছে ॥ মেয়র আতিক

প্রকাশিত: ১১:১৭, ২২ অক্টোবর ২০১৯

রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেম চালু হচ্ছে ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রাস্তায় যত্রতত্র কার পার্কিংয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় সেন্সর বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। গাড়ি পার্কিং নিয়ে বিভিন্ন জায়গায় নৈরাজ্য চলছে। এটা বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন, ওয়ার্ড কমিশনার আফসার উদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আমরা রাস্তায় সেন্সর বসিয়ে দিচ্ছি। কোন গাড়ি যদি রাস্তায় পার্ক করে তাহলে ওই গাড়ির চেচিস নম্বর, গাড়ির নম্বর আমাদের কাছে চলে আসবে। একইসঙ্গে আপনাকে জানিয়ে দেয়া হবে পার্কিং ফি সম্পর্কে। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি বলেন, আমরা যে সকল রাস্তা করছি, সেগুলোতে আগে পানি নিষ্কাশন নিশ্চিত করছি। পানি নিষ্কাশন না হলে রাস্তা বানাতে টাকা ঢেলে লাভ নেই। তাই আগে পানি নিষ্কাশন নিশ্চিত করে কাজ করছি। আতিকুল ইসলাম বলেন, জনগণের টাকায় রাস্তা করছি, আর সেই রাস্তায় গাড়ি পার্কিং করে রাখবে এটা হবে না। আমরা রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেমে যাচ্ছি। রাস্তায় গাড়ি পার্ক করলেই আমাদের কাছে সমস্ত তথ্য চলে আসবে। নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি রাস্তার নির্দিষ্ট স্থানে পার্কিং করতে পারবেন। মেয়র বলেন, আমরা রাস্তায় পুশ বাটন সিস্টেম চালু করছি। আগামী ২৪ অক্টোবর মোহাম্মদপুরের একটা রাস্তায় পুশ বাটন সিস্টেমের উদ্বোধন করা হবে। ডিএনসিসি মেয়র বলেন, ঠিকাদারগণ কাজের মান ঠিক রাখবেন। আমরা যে সকল কাজ শুরু করছি, তার তদারকি করার জন্য তৃতীয় পক্ষকে দায়িত্ব দিচ্ছি। ওই কমিটি যে কোন সময় রাস্তার কোড কাটিং করে বুয়েটে পাঠাবে। যদি রাস্তার ইট, সিমেন্ট বা অন্য উপকরণ ঠিক থাকে তাহলে বুয়েট টেস্টের টাকা দেবে ডিএনসিসি। আর যদি ঠিক না থাকে তাহলে টাকা দেবে ঠিকাদার। পাশাপাশি কাজের মান খারাপ হলে ডিএনসিসি বিল দেবে না। তাছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হবে, সেটা না হলেও বিল পাবে না। মেয়র বলেন, দুর্নীতিবাজ কোন কাউন্সিলর বা অফিসার যেই হোক তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। যারা জনগণের কাজ বাদ দিয়ে নিজেদের সম্পদ গড়তে ব্যস্ত তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।
×