ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদ মাহমুদ ও জিকে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১১:১৬, ২২ অক্টোবর ২০১৯

খালেদ মাহমুদ ও জিকে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও গণপূর্তের ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া (জিকে) শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ তাদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করে। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জন ও ভোগ-দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় জিকে শামীমের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন মামলা দায়ের করেন। অন্যদিকে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকা অবৈধ সম্পদ থাকার অভিযোগ খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের আরেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন।
×