ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৪২, ২২ অক্টোবর ২০১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৬ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘ব্যাংকের এটিএম মেশিন আমদানিতে বড় অঙ্কের শুল্ক ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জারা-জামান টেকনোলজি লিমিটেড নামের একটি কোম্পানি। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিতে গিয়ে নিয়ম-নীতি মেনে এটিএম-সিআরএম নির্ধারিত মূল্যেই আমদানি করা হয়েছে। দাম কমিয়ে দেখানো বা শুল্ক ফাঁকি কিংবা বিদেশে অর্থ পাচারের অভিযোগ সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও অসত্য। প্রতিবেদকের বক্তব্য ॥ জারা-জামান টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণপত্র বা এলসিতে মিথ্যা ঘোষণা দিয়ে চীন থেকে আমদানি হওয়া এটিএম ও সিআরএম মেশিনের ক্রয়মূল্য কম দেখানোর বিষয়টি এনবিআরের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ওই তদন্ত প্রতিবেদনের সূত্র ধরেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
×