ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৮:০৫, ২১ অক্টোবর ২০১৯

ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাবের আয়োজনে, ইউনাইটেড গ্রুপ, শাহজালাল ব্যাংক ও হা-মীম গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয়। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের ২৩ মিনিটে গণ বিশ্ববিদ্যালয়রে রাসেল মুন্সীর শট ক্রসবারে লাগে। একইভাবে দ্বিতীয়ার্ধেও ১৫ মিনিটে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়রে আওরঙ্গজেবের শট ক্রসবারে লাগে। ফাইনালের ম্যাচের সেরা খেলোয়াড় হন গণ বিশ্ববিদ্যালয়ের বিবেক মণ্ডল। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন একই দলের রাসেল মুন্সী। সেরা গোলরক্ষকও হন একই দলের শামীম হোসেন। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মং মারমা। ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জেতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল উপভোগ করতে দুই দলের অনেক সমর্থক-শিক্ষার্থীরা মাঠে এসেছিলেন। ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি , হারুনুর রশীদ (যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ), সিমিন হোসেন (ফারাজের মা), নিজামউদ্দিন হাসান রশিদ (পরিচালক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড), এ.কে. আজাদ (চেয়ারম্যান, হা-মীম গ্রুপ), তৌহিদুর রহমান (সিআইপি, পরিচালক, শাহজালাল ইসলামি ব্যাংক লিঃ এবং চেয়ারম্যান, শাহজালাল ইসলামি ব্যাংক ফাউন্ডেশন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানুজ্জামান খান বাবলু (সভাপতি, সোনালী অতীত ক্লাব, ঢাকা)।
×