ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টান্ড আপ কমেডিতে তিন তারকা

প্রকাশিত: ০৯:২০, ২১ অক্টোবর ২০১৯

 স্টান্ড আপ কমেডিতে  তিন তারকা

সংস্কৃতি ডেস্ক ॥ স্টান্ড আপ কমেডি অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তবে অনুষ্ঠানে নতুনত্ব না থাকার কারণে কোন আয়োজনই পরিপূর্ণ রূপে সফল হয়নি। এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানের অনুপ্রেরণায় তৈরি এসব অনুষ্ঠান নিয়ে নানা রকম নিরীক্ষা চলছেই। এসব অনুষ্ঠানের মধ্যে অন্যতম এনটিভির ‘হা-শো’। পঞ্চমবারের মতো শুরু হওয়া ‘হা- শো’র প্রধান তিন বিচারক পরিবর্তন হয়েছে। নতুন বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী মুনমুন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা আমিন খান ও অভিনেতা তুষার খান। অনুষ্ঠানটি প্রযোজনা করছে মার্সেল এবং পরিচালনা করছে জাহাঙ্গীর ও মোস্তফা। উপস্থাপনা করছেন আবু হেনা রনি। অনুষ্ঠানটি শীঘ্রই এনটিভিতে প্রচার শুরু হবে বলে জানা গেছে। জানা গেছে, এরইমধ্যে সারাদেশ থেকে নানা পর্যায়ের বিচার কার্যক্রম শেষের মধ্যদিয়ে চূড়ান্তভাবে ৩৬ প্রতিযোগী নিয়ে ‘হা শো’ রেকর্ডের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের এনটিভির রেকর্ডিং স্টুডিওতে এর রেকর্ডিং চলছে। এই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মুনমুন আহমেদ বলেন, হা-শোর বিচারক হিসেবে কাজ করতে ভীষণ ভাল লাগছে আমার। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করা না হলে আমার জানাই হতো না বাংলাদেশের ছেলে মেয়েরা এতো মেধাবী। কারণ কোনরকম ভাঁড়ামো ছাড়াই তারা নানান ধরনের জোকস বলছে। আমরা সেসব বেশ মনোযোগ দিয়েই শুনছি এবং বিচারকার্য সম্পন্ন করছি। আমি পুরো পক্রিয়াটাই দারুণ উপভোগ করছি। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল আমাকে এই অনুষ্ঠানের বিচারক হিসেবে রাখার জন্য। অভিনেতা আমিন খান বলেন, এর আগে রিয়েলিটি শোর অতিথি বিচারক হিসেবে আমি কাজ করেছি। তবে এবারই প্রথম প্রধান বিচারক হিসেবে কাজ করছি এবং এটা করতে গিয়ে আমি দেখছি যে আমাদের ছেলে মেয়েরা জোকস বলার বিষয়টিকে অনেক মান সম্পন্ন একটি পর্যায়ে নিয়ে গেছে। যেখানে এটিকে পেশা হিসেবে নিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করতে পারবে। হা-শো’র মাধ্যমে বাংলাদেশের সেই মেধাবীদের খুঁজে বের করার এই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাই। অবশ্যই ধন্যবাদ জানাই মার্সেল প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানের প্রযোজনা করার জন্য। তুষার খান বলেন, অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। কারণ তারা যে ধরনের জোকস বলছে তা আমাদের ভাবনারও উর্ধে। আমরা জোকস শুনে হাসছি ঠিকই কিন্তু এটা সত্যি তাদের উপস্থাপন বেশ যৌক্তিক। চূড়ান্ত পর্যায়ে একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে মাত্র কয়েকজন শীর্ষস্থানে আসেন। কিন্তু আমি বলব প্রত্যেকেই ভীষণ মেধাবী।
×