ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তির ওপর ভোট স্থগিত করার পক্ষে ব্রিটিশ পার্লামেন্ট

প্রকাশিত: ১৩:০২, ২০ অক্টোবর ২০১৯

ব্রেক্সিট চুক্তির ওপর ভোট স্থগিত করার পক্ষে ব্রিটিশ পার্লামেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করা ব্রেক্সিট চুক্তির ওপর ভোট স্থগিত করার প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য সাবেক রক্ষণশীল মন্ত্রী স্যার অলিভার লেটউয়িনের তোলা প্রস্তাবটির পক্ষে ৩২২ ভোট পড়ে, বিপক্ষে ৩০৬ ভোট পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পার্লামেন্টের এই ভোটের অর্থ হল, ব্রিটিশ সরকার শনিবার আর ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোট করবে না, যেমনটি পরিকল্পনা করেছিল তারা। এতে বৃহস্পতিবার জনসন ইইউয়ের সঙ্গে যে ব্রেক্সিট চুক্তি করেছেন তার প্রতি সমর্থন জানানো হবে কিনা তা ঝুলিয়ে রাখলো ব্রিটিশ পার্লামেন্ট। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। চুক্তি ছাড়া ব্রেক্সিটের সম্ভাবনা বন্ধ করার পরিকল্পনায় এ প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ব্রিটিশ এমপিরা। আগে পাস হওয়া আইনানুযায়ী, এই ভোটের অর্থ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ছাড়ার নির্ধারিত তারিখ ৩১ অক্টোবর থেকে আরও বেশি সময় পাওয়ার জন্য ইইউকে চিঠি দিবেন জনসন। কিন্তু পার্লামেন্ট এ সিদ্ধান্ত দেয়ার পর প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া নিয়ে আরও সময় নিতে আর মধ্যস্থতা করতে পারবেন না তিনি। তিনি এটা করবেন না বার বার এমনটি জানিয়ে নিজের কথায় অনড় থাকেন জনসন। পার্লামেন্টকে তিনি বলেন, দেরি করার জন্য ইইউয়ের সঙ্গে আমি আর কোন দেনদরবার করব না এবং আইনও আমাকে তা করতে বাধ্য করে না। ইইউয়ে থাকা আমার বন্ধু ও সহকর্মীদের আমি সেই কথাই বলবো যা গত ৮৮ দিন ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাকি সবাইকে বলে আসছি আমি, সেটি হলো, আরও দেরি করা দেশের জন্য খারাপ হবে, ইউরোপীয় ইউনিয়নের জন্য খারাপ হবে এবং গণতন্ত্রের জন্য খারাপ হবে। ইউরোপীয় কমিশন বলেছে, এখন ব্রিটেনকে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইইউয়ের নির্বাহীকে অবশ্যই যত দ্রুত সম্ভব অবহিত করতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভার নেতা জ্যাকব রিস মগ জানিয়েছেন, জনসনের ব্রেক্সিট চুক্তি অনুমোদন করবে কিনা তা নিয়ে সোমবার পার্লামেন্টে বিতর্কের পর ভোটে হবে। ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করার জন্য যে আইনগুলো দরকার পার্লামেন্টে সেগুলো সব পাস না হওয়া পর্যন্ত ব্রেক্সিট চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন জানানো হবে কিনা এ নিয়ে সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন লেটউয়িন। এটি ৩১ অক্টোবরের মধ্যে সাধন করা যেতে পারে, জনসন এমনটি মনে করলেও অন্যান্যরা মনে করেন, ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ছোট একটি ‘কৌশলগত’ বিলম্ব প্রয়োজন।
×