ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি জাপান যাচ্ছেন আজ

প্রকাশিত: ১১:৫৮, ২০ অক্টোবর ২০১৯

রাষ্ট্রপতি জাপান যাচ্ছেন আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে দেশটির সরকারের আমন্ত্রণে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রবিবার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি। আগামী ২২ অক্টোবর টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় ওই আয়োজনে ১৭০ দেশের বিভিন্ন পর্যায়ের ২ হাজার অতিথি অংশ নেবে। সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজে অংশ নেবেন। -বিডিনিউজ
×