ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুদিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

প্রকাশিত: ১১:৫৭, ২০ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে দুদিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) দুদিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শনিবার সকাল থেকে শুরু হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনসংখ্যা বাড়ছে। স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যাও বেড়েছে। কমছে আবাদি জমির পরিমাণ। তারপরও দেশ আজকে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশ বিদেশে খাদ্য রফতানি করছে। বিভিন্ন সূচকে বাংলাদেশ পাকিস্তান ও ভারতকেও অতিক্রম করেছে। সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশের সভাপতিত্বে সকালে বিশ^বিদ্যালয় অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান।
×