ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মার্কেটে আগুন, শতাধিক দোকান পুড়েছে

প্রকাশিত: ১১:৫৫, ২০ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে মার্কেটে আগুন, শতাধিক দোকান পুড়েছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বৃহত্তম হকার মার্কেট জহুরস হকার মার্কেটে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের ভয়াবহতায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। এ মার্কেটটি এক সময় বিদেশ থেকে আমদানি পুরনো কাপড়ের একক মার্কেট হিসেবে পরিচিত ছিল। বর্তমানে মার্কেটটি নতুন বিভিন্ন কাপড়ের দোকান নিয়ে প্রতিষ্ঠা পেয়েছে, সঙ্গে রয়েছে বিভিন্ন টেইলারিং শপও। মার্কেটটিতে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্টের জন্য আড়াই হাজার গেঞ্জি স্ক্রিন প্রিন্ট করেছেন মোঃ ইয়াসিন নামের এক ব্যক্তি। আগুনে তার সবই পুড়ে গেছে। এছাড়া দোকানে তার নগদ আড়াই লাখ টাকা ছিল বলেও তিনি জানিয়েছেন। মার্কেটটিতে ছোট ছোট একতলা ছাড়াও দোতলা বিশিষ্ট বেশকিছু দোকান রয়েছে। এগুলোর অধিকাংশ পণ্য সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কোতোয়ালি পুলিশ জানায়, মার্কেটটি নগরীর কেন্দ্রস্থলে হওয়ায় এটা সময় ক্রেতা নিয়ে ঠাঁসা থাকত। বিশেষ করে ঈদ ও পূজা পার্বণে হুমড়ি খেয়ে পড়ত ক্রেতারা। প্রাথমিক হিসাব অনুযায়ী শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে ছিল কম্বল, বেডশীট, এমব্রয়ডারি কাপড় ও রেডিমেড গার্মেন্টস। চট্টগ্রামে মার্কেটে আগুন ॥ জহুর হকার্স মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অগ্নিকা- নিয়ে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসে রিপোর্ট প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, শনিবার ভোর রাতে জহুর হকার্স মার্কেট ও পাশের জালালাবাদ মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় জহুর হকার্স মার্কেটের ৩২ ও জালালবাদ মার্কেটের শতাধিক দোকান পুুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে ছিল কম্বল, বেডশিট, তৈরি পোশাক জাতীয় পণ্য। মেয়র ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে বলেন, এ মার্কেটটি স্বল্প আয়ের মানুষের কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু এতে বিত্তশালীদেরও আগমন ঘটে থাকে।
×