ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মহাকালের তিন যুগ পূর্তিতে বাংলা নাট্যোৎসব শুরু কাল

প্রকাশিত: ১১:১৪, ২০ অক্টোবর ২০১৯

মহাকালের তিন যুগ পূর্তিতে বাংলা নাট্যোৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সংস্কৃতির অবিচল ধারায় অটুট থেকে ৩৬ বছর অতিক্রম করেছে দেশের স্বনামধন্য নাট্যদল মহাকাল নাট্যসম্প্রদায়। প্রতিষ্ঠার তিন যুগপূর্তির এ স্মৃতিকে স্মরণীয় রাখতে বছরব্যাপী নানা আয়োজনের শেষ প্রয়াস ‘বাংলা নাট্যোৎসব ২০১৯’। এতে ভারত ও বাংলাদেশের নাট্যদলের ৩১টি নাটক নিয়ে আগামীকাল সোমবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সরব হয়ে উঠবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়ার স্টুডিও থিয়েটার হল। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শনিবার দুপুরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি মীর জাহিদ হাসান ও সাবেক সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, উৎসব পরিষদের আহ্বায়ক কবির আহমেদ, নাট্যজন তপন হাফিজ, আখতারুজ্জামান, শাহ নেওয়াজ, চঞ্চল সৈকত, কানাই চক্রবর্তী প্রমুখ। এতে জানানো হয়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় দশ দিনব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন যৌথভাবে ত্রিপুরার চীফ হুইপ কল্যাণী রায়, নাট্যজন রামেন্দু মজুমদার ও মঞ্চসারথি আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ, বাংলাদেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নিপা চৌধুরী ও নাট্যজন কামাল বায়েজীদ। সভাপতিত্ব করবেন দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন। মীর জাহিদ হাসানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হবে অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, উৎসব পরিষদের আহ্বায়ক কবির আহামেদ। অনুষ্ঠান সঞ্চালন করবেন মীর নাহিদ আহসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর একাডেমির প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যচক্র প্রযোজনা ‘একা এক নারী’ এবং মহিলা সমিতি মঞ্চে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী প্রযোজনা ‘তক্ষক’। একাডেমির স্টুডিও থিয়েটার হলে ২৫ অক্টোবর সকাল ১১টায় ‘আমাদের সংস্কৃতি আমাদের নাটক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রবন্ধকার আবু সাঈদ তুলু। উৎসবে বাংলাদেশের অংশগ্রহণকারী দল হচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়, দেশনাটক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যচক্র, বুনন থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, আরণ্যক নাট্যদল, থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ, ঢাকা থিয়েটার, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, নাট্যতীর্থ, নাট্যম রেপর্টরী, লোক নাট্যদল (বনানী), সময়, নাগরিক নাট্যাঙ্গণ অনসাম্বল, বটতলা, অনুরাগ থিয়েটার, চন্দ্রকলা থিয়েটার, নবনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা কেন্দ্র, কথক, নাট্যযোদ্ধা ও বাঙলা নাট্যদল। ভারতের আসাম রাজ্য থেকে ভাবিকাল থিয়েটার, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এবং আমরা থিয়েটার ও রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ এবং ত্রিপুরা রাজ্য থেকে শুভম নাট্যচক্র ও লারনার্স থিয়েটার অংশগ্রহণ করবে। মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। মঞ্চনাটকের অগ্রিম টিকেট কাউন্টারে বিক্রির ব্যবস্থা থাকবে। উৎসব সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সবুজছায়া। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় মহাকাল নাট্য সম্প্রদায় ৪০টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে। ইতোমধ্যে এগুলোর এক হাজার ২৮টি প্রদর্শনী সম্পন্ন করেছে। এছাড়া ২ প্রযোজনার শতাধিক এবং ১টি নাট্য একশতপঁচাত্তর মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে। এ বছরের ১৪ জুলাই দলের প্রতিষ্ঠার তিনযুগ পূর্তি হয়েছে। এজন্য বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নানাবিধ নাট্য কার্যক্রম হাতে নেয়া হয়েছিল। এরইমধ্যে সম্পন্ন হয়েছে একটি নতুন প্রযোজনা মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’, নতুন নাট্যবন্ধুদের সমন্বয়ে ১ মাসব্যাপী নাট্য কর্মশালা, নতুন শিল্পীদের দিয়ে দুটি কর্মশালা, পাঁচ দিনব্যাপী ঢাকা-দিল্লী নাট্যোৎসব, দলীয় নাট্যকার কানাই চক্রবর্ত্তী রচিত আনন্দের মুক্তি চাই। নাটক গ্রন্থের প্রকাশনা উৎসব’, মানবিক নাটক আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিক ‘শিখ-ী কথা’র ১৭৫তম প্রদর্শনী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত ও ইউসুফ হাসান অর্ক নির্দেশিত ‘নীলাখ্যান’র ৫০তম মঞ্চায়ন আয়োজন। বছরব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের শেষ প্রয়াস ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৯ দশ দিনব্যাপী ‘বাংলা নাট্যোৎসব’।
×