ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৯:২৯, ২০ অক্টোবর ২০১৯

ছাত্রলীগের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের ‘গজারিয়া উপজেলা ছাত্রলীগের’ উদ্যোগে বিভিন্ন প্রজাতির দুইশত গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভবেরচর এলাকায় অবস্থিত কলিমউল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে সংসদ সদস্য এ্যাড. মৃনাল কান্তি দাস কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির ২শ’ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ্ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জমান জামান প্রমুখ। কুটির শিল্প মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ অক্টোবর ॥ সদর উপজেলার উপশহর স্টেশনরোড যুব সংসদ মাঠে শনিবার উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এবং জনসাধারণের সুস্থ বিনোদনে এই মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। ঠাকুরগাঁও রোড যুব সংসদ আয়োজিত মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের মোট ৬০টি স্টল দেয়া হয়েছে। এছাড়া শিশুদের জন্য খেলনা সামগ্রীসহ বিনোদনের বিভিন্ন আয়োজন করা হয়েছে।
×