ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইলিশ কিনে পালাতে গিয়ে নালায় পড়ে ক্রেতার মৃত্যু

প্রকাশিত: ০৯:২৮, ২০ অক্টোবর ২০১৯

ইলিশ কিনে পালাতে গিয়ে নালায় পড়ে ক্রেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৯ অক্টোবর ॥ অভিযানের সময় ইলিশ মাছ কিনে পালাতে গিয়ে নালায় পড়ে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজাপুর উপজেলার বিষখালী নদীর তীরে পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে শনিবার সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদী থেকে নয় জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিষখালী নদীর তীরে জেলেরা ইলিশ মাছ বিক্রি করছে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে অভিযান টের পেয়ে পালাতে গিয়ে নালায় পড়ে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এদিকে শনিবার সকাল থেকে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বশির গাজী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। মুন্সীগঞ্জে ৬৯ মৎস্যজীবীর জেল জরিমানা স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়া উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে স্থানীয় জেলেদের বাধার মুখে পড়তে হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। মা ইলিশ শিকারের অপরাধে ১৯ জেলেকে আটক করে জরিমানা করে হয়েছে। অপরদিকে লৌহজং ৬৬ জেলেকে আটকের পর ৫০ জনকে জেল জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে গজারিয়া উপজেলার গোয়ালগাঁও এলাকায় দুই জেলেকে আটককালে স্থানীয় মৌসুমী জেলেদের বাধার মুখে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অফিস, গজারিয়া থানা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। অভিযান চলাকালে ১৯ জেলেকে আটক করে ৫ হাজার করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজি টুলু।
×