ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে রিজার্ভ ট্যাঙ্ক থেকে রংমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:২৭, ২০ অক্টোবর ২০১৯

যশোরে রিজার্ভ ট্যাঙ্ক থেকে রংমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গুয়াখোলার মেসার্স সরকার গ্রুপের বাড়ির নিচতলার পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে হাবিবুর রহমান হাবিব (৪০) নামের এক রং মিস্ত্রির হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, বাড়ির মালিকের সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মেসার্স সরকার গ্রুপের মালিক, বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলমগীর সরকারের নওয়াপাড়ার গুয়াখোলার ৭ তলা বাড়ির নিচতলার পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে রং মিস্ত্রি হাবিবুর রহমানের গলাকাটা গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত রং মিস্ত্রি হাবিবুর রহমান বরিশাল জেলার নলছিটি গ্রামের মৃত আবদুল আজিজ খাঁর বড় ছেলে। নিহত রং মিস্ত্রির ছোট ভাই ইউসুফ আলী জানান, তার ভাই হাবিবুর রহমান গত বুধবার থেকে নিখোঁজ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। কে বা কারা তার ভাই হাবিবকে হাত-পা বেঁধে, গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে। বিষয়টি সম্পর্কে বাড়ির মালিক আলমগীর সরকার জানান, দীর্ঘদিন ধরে ৪-৫ জনের একটি দলের রংয়ের মিস্ত্রিরা তার বাড়িসহ আশপাশ এলাকায় রংয়ের কাজ করে থাকে। মিস্ত্রিরা রংয়ের কাজ শেষে তারা ওই বাড়িতে এসে রাত যাপন করে। শনিবার বিকেলে বাড়ির আশপাশের লোকজন পচা গন্ধ পেয়ে আমাকে জানালে, আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানাই। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, ব্যবসায়ী আলমগীর সরকারের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে গলাকাটা লাশটি উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছি।
×