ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ০৯:২৪, ২০ অক্টোবর ২০১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে ৩ নারী, বরিশালে-মা-ছেলে, হবিগঞ্জে চালক ও হেলপার, সিলেটে ২, ফরিদপুরে অটোবাইক চালক এবং নান্দাইলে স্কুলছাত্রী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- ঝিনাইদহ ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ৩ নারী নিহত ও ৮ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের লাউদিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৩৫), অজ্ঞাত নারি (৩৮) অজ্ঞাত নারী (৩৫)। আহতরা হলো-ঝিনাইদহ শহরের ব্যাপাড়ী পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, লাউদিয়া এলাকার রাজা ম-ল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলী, শহরের কাঞ্চননগর এলাকার আবির হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদিন জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে লাউদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মাহেন্দ্র রাস্তার পাশের পুকুরে মধ্যে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় পুকুরের পাড়ে থাকা একটি দোকানের দোকানিসহ আরও ৯ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। বরিশাল নগরীর সাগরদী ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত ও চার মাহিন্দ্রা যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত দুইজন সম্পর্কে মা ও ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। জানা গেছে, শনিবার দুপুরে এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল পথিমধ্যে সিএন্ডবি রোডের সাগরদী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়। এছাড়াও শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিপন হাওলাদার (৩৫) নামের আরও এক ব্যক্তি মারা যান। নিহত দুইজন একই পরিবারের বাসিন্দা। তারা বরিশালে ডাক্তার দেখিয়ে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠী গ্রামের বাড়িতে ফিরছিল। এ ঘটনায় আরও চারজন মাহিন্দ্রা যাত্রী আহত হয়েছেন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেট সিলেট-বিয়ানীবাজার সড়কে দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে তাহমিনা আক্তার (১৮) ও তিন্নি বেগম (৮)। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ শনিবার ভোর রাতে বাহুবলের মৌচাক নামকস্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। এরা হলো চালক বাবু মিয়া (৩২) ও হেলাপার রহমত আলী (২৫)। এই দুজনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলাধীন নকরাজপুরে। ফরিদপুর ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার বিশ^রোড মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে এলে তুজারপুরের উচাবাজর থেকে ভাঙ্গাগামী একটি অটোবাইককে সামনের দিক থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এর ফলে অটোবাইকটি মহাসড়কের ওপর দুমড়ে মুচড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোবাইকের চালক কুদ্দুস ফকির (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে অটোবাইকের আরও দুই যাত্রী। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নান্দাইল উপজেলায় দ্রুতগামী একটি ইজিবাইক ফারদিন (৬) নামে এক শিশুকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে প্রায় ২০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। শনিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে নান্দাইল-হোসেনপুর সড়কে। নিহত শিশু আচারগাঁও গ্রামের ফাইজুল ইসলামের পুত্র। সে আচারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। জানা গেছে, শনিবার বিদ্যালয় থেকে বের হয়ে কিছুটা দূরে নান্দাইল-হোসেনপুর সড়কের পাশে একটি দোকান যায় ‘মজা’ কিনতে। কিন্তু ফারদিনের মজা নিয়ে শ্রেণিকক্ষে ফেরা হলো না।
×