ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালবীজ রোপণ

প্রকাশিত: ০৯:২৩, ২০ অক্টোবর ২০১৯

তালবীজ রোপণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১৯৭১ টি তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে। জেলা পুলিশ, পুলিশ নারী কল্যাণ সমিতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকালে এ তাল গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পুনক সভানেত্রী ও পুলিশ সুপার পতিœ নাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ প্রমুখ। সিলেটে ট্রাক টার্মিনাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন এ ধরনের কাজ আমাদের শহরে যত বেশি হবে আমাদের সিলেটবাসীর জন্য আরও মঙ্গল হবে। আপনারা যত পারেন প্রকল্প দেন আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ট্রাক বা বাস চালকরা এখানে বিশ্রাম করে তারা কাজে বের হতে পারে এইটার জন্য এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
×