ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিতাসের অভিযান ॥ সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৯:২২, ২০ অক্টোবর ২০১৯

তিতাসের অভিযান ॥ সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার গ্যাস লাইন ও প্রায় ১২শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, সিটি কর্পোরেশনের বারবৈকা এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার চারটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কাঠুরিয়ার মৃতু্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৯ অক্টোবর ॥ জেলার আদিতমারী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৬০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি দেওয়ানীপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, জেলার আদিতমারী উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী শাহজাহান আলীর একটি গাছ কাটতে যান আব্দুস সাত্তারসহ আরও এক শ্রমিক। ডাল কাটতে গাছে উঠেন আব্দুস সাত্তার। এ সময় গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×