ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:২১, ২০ অক্টোবর ২০১৯

টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে রনি (৩৫) নামের এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রনি নাটরের লালপুর এলাকার বাসিন্দা। কাউনিয়া থানার পুলিশ জানান, শনিবার দুপুরে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন চরবাড়িয়া এলাকার জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার সঞ্চালনের জন্য নির্মাণাধীন একটি টাওয়ারে কাজ করছিলেন শ্রমিক রনি। এ সময় পা পিছলে টাওয়ারের উপর থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। সাতক্ষীরা যুবলীগের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার হোটেলে পতিতালয় স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানান, তুহিন শহরের সংগ্রাম টাওয়ার ভাড়া নিয়ে জেন্স পার্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল। এই ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় তুহিনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় পৌর যুবলীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় মানব পাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার পর থেকে সে পলাতক ছিল।
×