ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় সন্ত্রাসী ফারুকের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

প্রকাশিত: ০৯:২০, ২০ অক্টোবর ২০১৯

ভোলায় সন্ত্রাসী ফারুকের  বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৯ অক্টোবর ॥ ভোলা সদরের ইলিশা ইউনিয়নে প্রভাবশালী নেতা ফারুক মাঝি বিরুদ্ধে মেঘনা নদীতে জলদস্যুতা, মাদক, জুয়া, অবৈধ স্পিড বোট দিয়ে যাত্রী পারাপারসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। ইলিশা ইউনিয়নে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ফারুক মাঝিকে গ্রেফতারের দাবি জানিয়ে শনিবার ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভোলা ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি মিয়া সিরাজ, সাধারণ সম্পাদক সরোয়ারদি মাস্টার, ইউপি চেয়ারম্যান হাসান মিয়া ভোলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বলেন, ইলিশা ইউনয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক মাঝি ইলিশা ইউনিয়নে দীর্ঘদিন ধরে জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে। ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর হাট পর্যন্ত অবৈধভাবে স্পিড বোট দিয়ে যাত্রী পারাপার করছে। এ ছাড়া প্রশাসনের নিষেধাজ্ঞা আমান্য করে ইলিশার মেঘনা নদীতে খুটাজাল বসিয়ে মাছের প্রজাতি বিনষ্ট করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। এমনকি বহিরাগত জলদস্যুরা তার সেল্টারে ইলিশা এলাকার শান্তি বিঘœ করছে। তার ওইসব কর্মকা-সহ অবৈধভাবে ড্রাম দিয়ে ইলিশায় ভাসমান ঘাট নির্মাণে বাধা দেয়ায় জলদস্যু ফারুক নোয়াখালীসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে জলদস্যুদের নিয়ে ইউপি চেয়ারম্যান হাসান মিয়া ও তার পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। ২৭৫০ জেলেকে সুষ্ঠুভাবে ২০ কেজি করে চাল দেয়ার পরও মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করিয়েছে। এমনকি ৩ নং ওয়ার্ডে সরকারী ট্যাক্স দেয়ার জন্য মাইকিং করলে ফারুক মাঝির বাহিনী বাধা দেয় এবং ইলিশা ঘাটে তার বাহিনী চাঁদাবাজি করে বলেও অভিযোগ করেন। ফারুক বাহিনীর অন্যতম সদস্য জলদস্যু মোঃ জাকিরকে অস্ত্রসহ কিছু দিন আগে গ্রেফতার করেছেন কোস্টগার্ড অপারেশন টিম। কিন্তু ফারুক মাঝির কিছুই হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ নেতারা ফারুক মাঝির এত অপকর্মের বর্ণনা দিলেও তার খুঁটির জোর এত বেশি যে তাকে দল থেকে বহিষ্কার করতে পারেনি। শুধু গত ১৬ অক্টোবর ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। তবে এ ব্যাপারে অভিযুক্ত ফারুক মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, যারা ইলিশা চেয়ারম্যানসহ ওই ৩ জনের বিরুদ্ধে কথা বলবে তাকেই জলদস্যু, চাঁদাবাজ বানাবে।
×