ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে হামলায় দুই পুলিশসহ আহত ৫

প্রকাশিত: ০৮:২৪, ১৯ অক্টোবর ২০১৯

ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে হামলায় দুই পুলিশসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় এক বিধবার জমি দখলেকে কেন্দ্র করে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার, মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আশকা গ্রামের মৃত রুহুল আমীন খানের বিধবা মেয়ে নাছিমা খাতুন ও একই এলাকার সাইিদ খানের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিলো। এরই জের হিসেবে শুক্রবার রাতে ৩০/৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাছিমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ওই জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপরও হামলা করে। এ সময় ভালুকা মডেল থানার এসআই কেএম মনিরুজ্জামান ও কনস্টেবল টিটু মিয়াসহ বাড়ির মালিক নাছিমা খাতুন, বড় বোন হেলেনা খাতুন ও ছোট ভাই আব্দুল হান্নান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার ও দুটি রাম দা, একটি বল্লম, ও ১৩ বাশের লাঠি উদ্ধার করে। হমলায় পুলিশ সদস্যসহ আহতরা ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ক্ষতিগ্রস্ত নাছিমা খাতুন জানান, প্রতিপক্ষ সাহিদ খান গংরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। ঘটনার রাতে ৩০/৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে তারা জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ শুরু করে। ভালুকা মডেল থানার এসআই ও মামলার বাদী কেএম মনিরুজ্জামান জানান, জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় অভিযুক্ত সাইিদ খানসহ ৮ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ২০/২৫ জনের নামে অস্ত্র আইনে ও পুলিশ আহতের ঘটনায় পৃথক দু’টি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে নাছিমার ভাই হান্নান বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ্এ ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করে একজনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
×