ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ১৪ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ অক্টোবর ২০১৯

বাউফলে ১৪ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তেঁতুলিয়া নদীর চর ওয়াডেল, খানকা, বগি পাতির খাল পয়েন্টে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, ও মৎস্য অধিদফতরের সমন্বয় গঠিত টিম আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জেলেদের গ্রেফতার করে এবং ১৫ হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করে। আটককৃত জেলেরা হলো, ইব্রাহিম, আজগর, জাফর, রফিক, কামাল, মিজান, মিরাজ, রহিম, মাহাবুব, করিম, ইউসুফ, সাফিজুল, হানিফ ও হোসেন আলী। এদের সবার বাড়ি ভোলা জেলার বোরহানইদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে। পটুয়াখালীর নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন গ্রেফতারকৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- প্রদান করেন। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, অভিযান শুরু থেকে এ পর্যন্ত মোট ৫৬ জন জেলে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে এবং আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
×