ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে ১৫০ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ অক্টোবর ২০১৯

শরীয়তপুরে ১৫০ জেলের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন ও পরিহন করার অপরাধে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া, জাজিরা ও গোসাইরহাট উপজেলার নদী থেকে ১৬৩ জন জেলেকে আটক করেছে। এ সময় জেলেদের কাছ থেকে কমপক্ষে ১০ মন মা ইলিশ ও ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান করতে গিয়ে জেলেদের রোষানলে পড়ে অভিযানকারীরা। এ সময় জেলেরা অভিযানে অংশগ্রহণকারী হেলাল উদ্দিন ও মোহসিনকে পিটিয়ে আহত করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়াসহ আর্থিক জরিমানা করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহেেমদ, নড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফিবিন কবীর, সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান শেখ ও জাজিরা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হক পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং মাছ বিভিন্ন এতিম খানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী এ খবর নিশ্চিত করেছেন।
×