ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১৩ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০১:০৬, ১৯ অক্টোবর ২০১৯

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১৩ ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘরসহ ১৩টি পরিবারের সব মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৭০ লাখ টাকা। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর রীতিমতো নিঃস্ব হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাগুলি গ্রামের আব্দুল হাইয়ের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কাছে থাকা একটি এলপি গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন বিকট আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কেন্দুয়া থেকে দমকল বাহিনী পৌঁছে রাত ১১টার দিকে পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৩টি পরিবারের ১৩টি ঘরসহ সব ধরনের মালামাল ও আসবাবপুত্র পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ৪-৫ জন আহতও হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন: গিয়াস উদ্দিন, শাহীন মিয়া, রফিকুল ইসলাম, জুলহাস মিয়া, আছাব উদ্দিন, হুমায়ুন, আব্দুল হাই, আফিল উদ্দিন, তাহের উদ্দিন, মাজন মিয়া, আসনকুলি, আল-আমিন ও সোহান মিয়া। তাদের পরিবারগুলো এখন সহায়-সম্বলহীন। আজ শনিবার সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ভূঁইয়া এবং ইউএনও আল ইমরান রহুল আমিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন। অসীম কুমার উকিল এমপি জানান, ক্ষয়ক্ষতির তালিকা নিরূপনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ঘর নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সব ধরনের সরকারী সহযোগিতা দেয়া হবে।
×