ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধের জের ॥ যুবককে গাছে বেঁধে ঘর ভাংচুর, লুট

প্রকাশিত: ০৯:৪৩, ১৯ অক্টোবর ২০১৯

 জমি নিয়ে বিরোধের জের ॥ যুবককে গাছে বেঁধে ঘর ভাংচুর, লুট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলার সীমান্তবর্তী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে গাছে বেঁধে তাদের বসতঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় অপর এক যুবক জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাংচুর ও লুটপাটে অংশ নেয়া ৬ জনকে আটক করে। শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বকসা গ্রামে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলো- বাকসা গ্রামের আশরাফুল, মোস্তাফিজুর, নজরুল, জলিল, ফিরোজ ও সেলিম। কেড়াগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাকসা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নেতৃত্বে তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। ২৫ থেকে ৩০ জন আতর্কিতভাবে এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ছেলে ওসমান গণিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় এবং তার ছেলের বউ আসমত আরা ও তার স্ত্রী মোমেনাকে বাড়ি থেকে বের করে দিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট চালায়। স্থানীয় গ্রামবাসী এতে বাধা দিতে আসলেও শেষ রক্ষা হয়নি। এরই মধ্যে তারা সবকিছু তছনছ করে দেয়।
×