ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টার অভিযোগে যুগ্মসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৪৩, ১৯ অক্টোবর ২০১৯

 ধর্ষণ চেষ্টার অভিযোগে যুগ্মসচিবসহ ৫  জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুগ্মসচিবসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের হয়েছে। গত ১৬ অক্টোবর বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (ইউপিইএইচডিপি) প্রকল্পের পরিচালক যুগ্মসচিব আবদুল খালেকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য অভিযুক্তরা হচ্ছেন, অন্তর (৩৫), আবু বক্কর প্রধান (৪৫), রবিউল ইসলাম রবি (৩৮) ও মিল্টন (৪০)। মামলা সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই নারী চাকরির খোঁজে ঢাকার সায়েদাবাদ জনপথ মোড়ে একটি প্রতিষ্ঠানে যান। ফেরার পথে ভুক্তভোগীর পূর্ব পরিচিত অন্তর ও আবুবক্করের সঙ্গে দেখা হয়। তারা সিটি কর্পোরেশনে একটি ভাল চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে একজন ‘বড় স্যারের’ সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রস্তাব দেন। পরে ওই নারীকে তারা বংশালের সিদ্দিকবাজার এলাকায় এলাহি ভবনে নিয়ে যান। ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা দাবি করেন অন্তর ও আবু বক্কর।
×