ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র রিয়াদ হত্যায় চাচাসহ আরও ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪২, ১৯ অক্টোবর ২০১৯

 স্কুলছাত্র রিয়াদ হত্যায় চাচাসহ আরও ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গত ১৪ অক্টোবর ঢাকার উত্তরখানে ছুরিকাঘাতে স্কুলছাত্র রিয়াদ হত্যার ঘটনায় চাচাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে রিয়াদ হত্যায় পাঁচজন গ্রেফতার হলো। পলাতক তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১৪ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উত্তরখানের মধ্যপাড়া তালতলা মিয়াবাড়িতে নিজ বাসার সামনে হামলার শিকার হয় আনোয়ারা মডেল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রিয়াদ (১৫) ও তার বড় ভাই রিজন (১৮)। পুরনো বিরোধের জেরে চাচাত ভাই স্বপনের ছুরিকাঘাতে রিয়াদ আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়। এ ঘটনার পর রিয়াদের পিতা রাজু মিয়া বাদী হয়ে আট স্বজনকে আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই রিয়াদের খালা হাসনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, শুক্রবার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে রিয়াদের চাচাত ভাই আসাদুজ্জামান স্বপন, চাচা জজ মিয়া, চাচি সাবিনা আক্তার ও চাচাত বোন তানজিয়া আক্তার শিখাকে গ্রেফতার করা হয়। তাদের ঢাকা আনা হচ্ছে।
×