ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসসিআইর নতুন সভাপতি ফজলুর রহমান, সম্পাদক মীর জামাল

প্রকাশিত: ০৯:৪২, ১৯ অক্টোবর ২০১৯

 বিএসসিআইর নতুন  সভাপতি ফজলুর রহমান, সম্পাদক  মীর জামাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) কার্যকরী কমিটির নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ একেএম ফজলুর রহমান সভাপতি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রখ্যাত কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মীর জামাল উদ্দিন বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশের ২৭৬ জন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ভোটারের মধ্যে ২৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ডাঃ একেএম ফজলুর রহমান ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মীর জামাল উদ্দিন ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ নির্বাচিত হন অধ্যাপক ডাঃ অমল কুমার চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডাঃ নাজির আহমেদ নির্বাচনের ফল ঘোষণা করলে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সারাদেশ থেকে আগত কার্ডিওলজিস্টরা। নির্বাচিত হওয়ার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজিকে আরও সমৃদ্ধ ও উন্নতির মাধ্যমে দেশবাসীকে উন্নততর সেবা প্রদানে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
×