ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলে কোটিপতি নেতার অভাব নেই অথচ খালেদা জেলে ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৯:৪২, ১৯ অক্টোবর ২০১৯

 দলে কোটিপতি নেতার অভাব নেই অথচ খালেদা জেলে ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পদের জন্য চেয়ার দখল করা যাবে, কিন্তু জনগণের মন দখল করা খুব কঠিন। এরশাদ বিরোধী আন্দোলনে আজকের মতো বিএনপির এত কর্মী ছিল না। কিন্তু আমরা রাজপথ কাঁপিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলাম। আজ দলের মধ্যে কত নেতা। কোটিপতি নেতারও অভাব নেই। কিন্তু আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে। আর তার অনুপস্থিতিতে জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে। গয়েশ্বর বলেন, জীবন্ত খালেদা জিয়া আমাদের উৎসাহ-উদ্দীপনা। কিন্তু তিনি জেলে থাকায় আমাদের উৎসাহ-উদ্দীপনা ভোঁতা হয়ে গেছে। সেখানে চেতনার বিস্ফোরণ ঘটে না কেন? তার মানে আমরা এবং আমাদের চেতনার মধ্যে তফাৎ আছে। অথবা আমাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে। প্রতিশ্রুতি যদি শক্ত অবস্থানে আসে তবে প্রতিশ্রুতি থেকে সাহসের সঞ্চার হয়। লক্ষ্য অর্জনের জন্য যখন প্রতিশ্রুতি নিয়ে এগোব তখন কোন বাধাই আটকাতে পারবে না। গয়েশ্বর বলেন, ভোগবাদী সমাজব্যবস্থায় ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে মানবিক মূল্যবোধ ভূলুণ্ঠিত। এখন সারা বিশ্ব ও বাংলাদেশের মধ্যে যে প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে কে কত টাকা করে দিতে পারো। আমার ভাই না খেয়ে মারা যাচ্ছে যাক কিন্তু আমার এখন টাকা দরকার। প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত।
×