ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত: ০৯:৪০, ১৯ অক্টোবর ২০১৯

 প্রধানমন্ত্রীকে জাবি  উপাচার্যের  অভিনন্দন

জাবি সংবাদদাতা ॥ বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের শীর্ষে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়। অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশের বহমান উন্নয়ন প্রচেষ্টা আরও গতিশীল হবে। জাতি আশা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা উন্নত দেশের মর্যাদা লাভ করবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিশ্বসমাজে অনুকরণীয় হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে সুশাসন, গণতন্ত্র চর্চা ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আয়ারল্যান্ডের বেসরকারী সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানিভিক্তিক সংস্থা ওয়েলথ হ্যাঙ্গার লাইফ ১১৭ দেশের ওপর জরিপ পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ৮৬তম, পাকিস্তান ৯৪তম ও ভারত ১০২তম স্থানে রয়েছে।
×