ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মশালা

প্রকাশিত: ০৯:৪০, ১৯ অক্টোবর ২০১৯

 এসডিজি অর্জনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মশালা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত এসডিজি অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা ১৬-১৭ অক্টোবর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এসডিজি লক্ষ্যমাত্রা ও সূচকসমূহ সম্পর্কে অবহিতকরণ, লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নকল্পে কৌশল প্রণয়নসহ সারাদেশে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা, মাঠ প্রশাসনের এসডিজি সম্পৃক্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম প্রধান অতিথি এবং অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, মহাপরচািলক স্বাস্থ্য অধিদফতর, সুশান্ত কুমার সাহা প্রমুখ। -বিজ্ঞপ্তি
×