ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রস্তাব গৃহীত

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ অক্টোবর ২০১৯

 বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রস্তাব গৃহীত

জনকণ্ঠ ডেস্ক ॥ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রস্তাবিত সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রস্তাব গৃহীত হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪১তম অধিবেশনের প্রথম দিনে আইপিইউর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি সার্বজনীন স্বাস্থ্য সেবা সংক্রান্ত ফোরামে ‘এ্যাচিভিং ইউনিভার্সেল হেল্থ কাভারেজ বাই ২০৩০ : দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেল্থ’ প্রস্তাব উপস্থাপন করেন। উল্লেখ্য, ১৩৬তম আইপিইউ এ্যাসেম্বলিতে বাংলাদেশের পক্ষ থেকে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবটি উত্থাপিত হয়। -বাসস
×