ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এল ক্ল্যাসিকো স্থগিত

প্রকাশিত: ০৯:১৯, ১৯ অক্টোবর ২০১৯

 এল ক্ল্যাসিকো স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ফুটবল লা লিগায় আগামী ২৬ অক্টোবর বার্সিলোনায় অনুষ্ঠিতব্য মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে শুক্রবার দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে সোমবার আটক করার পর পুরো শহর জুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সহিংস প্রতিবাদ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বহুযুগ ধরেই স্পেন থেকে আলাদা হতে চাইছে কাতালুনিয়া। মাঝে মধ্যেই শুরু হয় বিক্ষোভ-আন্দোলন। বর্তমান পরিস্থিতিতে আগামী ২৬ অক্টোবরে বার্সিলোনার ন্যু ক্যাম্পে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়। স্প্যানিশ সরকারও এ ম্যাচ এখন আয়োজন করতে নিষেধ করেছিল। এ সপ্তাহের শুরুতেই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে লীগ আয়োজকরা এল ক্লাসিকোর তারিখ পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন করে। বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব রাখা হলেও এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।
×