ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পূর্ণশক্তির দল ঘোষণা

প্রকাশিত: ০৯:১৮, ১৯ অক্টোবর ২০১৯

 শ্রীলঙ্কার পূর্ণশক্তির দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য পূর্ণ শক্তির টি২০ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলাসহ তারকা ক্রিকেটারদের বেশিরভাগকেই ফেরানো হয়েছে। সম্প্রতি বহুল আলোচিত পাকিস্তান সফর শেষ করে শ্রীলঙ্কা। নিরাপত্তা শঙ্কায় মালিঙ্গাসহ নিয়মিত দশ ক্রিকেটার ওই সফরে যাননি। দ্বিতীয়সারির দল নিয়ে ২-০তে ওয়ানডে হারলেও টি২০’র নাম্বার ওয়ান পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করে রীতিমতো চমকে দেয় দাসুন শানাকার শ্রীলঙ্কা। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখানো বেশ কয়েকজন অস্ট্রেলিয়া সফরের দলে টিকে গেছেন। আগামী বছর টি২০ বিশ্বকাপ সামনে রেখে এ সফর মালিঙ্গাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২৭ অক্টোবর এ্যাডিলেডে প্রথম টি২০। ব্রিসবেন ও মেলবোর্নে পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ অক্টোবর ও ১ নবেম্বর। শ্রীলঙ্কা টি২০ দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, নিরোশান দিকওয়েলা (উইকেটকিপার), দাসুন শানাকা, শিহান জয়সুরিয়া, ভানুকা রাজাপাক্সে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, ইসুরু উদানা, কাসুন রাজিথা।
×