ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুল রাগবি শুরু

প্রকাশিত: ০৯:১৭, ১৯ অক্টোবর ২০১৯

 স্কুল রাগবি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ঢাকার পল্টন ময়দান মাঠে অনুর্ধ-১৭ বালক স্কুল রাগবি প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথমদিনের খেলায় ঢাকা ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ৩৭-০ পয়েন্টে জুভিনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে, সেন্ট গ্র্রেগরি স্কুল ২৯-৫ পয়েন্টে মিল্লাত উচ্চ বিদ্যালয়কে, বেরাইদ মুসলিম হাইস্কুল ৫-০ পয়েন্টে আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়কে, ক্যামব্রিয়ান স্কুল ৫-০ পয়েন্টে আইইটি স্কুল নারায়ণগঞ্জকে, কে.এম.বশির সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০-৫ পয়েন্টে ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে এবং আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ৫-০ পয়েন্টে আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারায়। আলী আহমদ স্কুল ৫-৫ পয়েন্টে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের সঙ্গে ড্র করে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদে¦াধন করেন আলী আজগর খান (চীফ কোচ, বিকেএসপি)। বিশেষ অতিথি ছিলেন তারিকুজ্জামন নান্নু (সহকারী পরিচালক, ক্রীড়া পরিদফতর)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হোসেন এ শিকদার, সদস্য সিরাজুল ইসলাম, সদস্য দীন ইসলাম, সদস্য পারভীন নাহার পুতুল প্রমুখ।
×